জামালপুর শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:৫৮
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
জামালপুরের সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মুন্নাকে (১৮) গ্রেফতার করেছে জামালপুর থানা পুলিশ। 
 

রোববার (১১ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না সদর উপজেলার গহেরপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় জিহাদ তার নিজ বাড়ি থেকে চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে গহেরপাড়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মুন্নাসহ কয়েকজন তার পথরোধ করে হামলা চালান। 

 

একপর্যায়ে মুন্না ধারালো ছুরি দিয়ে জিহাদকে পেছন দিক থেকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের বাবা ফিরোজ মিয়া ৮ জানুয়ারি সদর থানায় তিনজনকে নামীয় এবং অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালায় জেলা পুলিশ। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার সকালে নান্দিনা বাজার এলাকা থেকে প্রধান আসামি মুন্নাকে গ্রেফতার করা হয়।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত মুন্নাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা ।
 

 

শেয়ার করুন