অফিস ডেস্ক
মোছাঃ তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধিঃ-১১ জানুয়ারি ২০২৬ খ্রি. রোববার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, দিনাজপুর মহোদয়।
সভায় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব_মোঃ_জেদান_আল_মুসা_পিপিএম মহোদয়সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রযোজ্য আইন-বিধি অনুসরণ করে জেলা পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
এ ক্ষেত্রে সকল সরকারি দপ্তরের সমন্বিত সহযোগিতা, জনপ্রতিনিধিদের সহায়তা এবং সাধারণ জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।