অফিস ডেস্ক
মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর সদর উপজেলার আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাদরাসার সকল শিক্ষক-কর্মচারি ও স্থানীয় কয়েকজন এলাকাবাসির পক্ষ হতে দিনাজপুর জেলা প্রশাসক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া একই অভিযোগ দিনাজপুর জেলা দুদক কার্যালয়েও দেওয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সদর উপজেলার কমলপুর ইউনিয়নের অন্তর্গত আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিব
গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ হতে অদ্যাবধি মাদরাসা ফান্ডের ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা মাদরাসার ফান্ডে জমা না করে আত্মসাৎ করেছেন।
এর প্রেক্ষিতে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখ মাদরাসার শিক্ষক ও এলাকাবাসির পক্ষ হতে উল্লেখিত টাকা আদায়ে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর পৃথক দুইটি আবেদন করা হয়
ওই আবেদনের প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এর মাধ্যমে ঘটনার ব্যাপারে শুনানী হয়। শুনানীতে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
উক্ত টাকা মাদরাসার ব্যাংক একাউন্টে অতিসত্তর জমা করার নির্দেশ দেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত অধ্যক্ষ সাহেব মাদরাসার ব্যাংক একাউন্টে কোন প্রকার টাকা জমা করেননি।
এ কারণে মাদরাসার সকল শিক্ষক-কর্মচারি ও স্থানীয় এলাকাবাসির পক্ষ হতে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে।