অফিস ডেস্ক
বগুড়া জেলা বিএনপি’র সর্বশেষ সম্মেলনে সাংগঠনিক পদে প্রতিদ্বন্দীতাকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা বলেন দীর্ঘ প্রায় দুই যুগ পর আমাদের প্রাণপ্রিয় নেতা ও বগুড়ার সন্তান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন।
তার এই আগমনকে ঘিরে বগুড়ার মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বিএনপি সহ সকল অঙ্গসহযোগী নেতাকর্মীরা এবং সাধারন জনগনেরা আজ উচ্ছ¡স্বিত। তারা তাদের নেতাকে, তাদের সন্তানকে একনজর দেখার অপেক্ষায় প্রহর গুনছে। তিনি গতকাল শহরের সাতমাথায় সংবাদকর্মীদের মাঝে এই অনুভুতিগুলো ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দলের শিক্ষা বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ মোহন বসাক, জেলার ক্রিড়া বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার আহবায়ক মোঃ রাসেল শেখ,,জেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেজাউল সরকার রেজা,সদর উপজেলার যুগ্ন আহবায়ক এ আর চৌধুরী রাখু,, মোঃ আহাদ আলী খোকন,,শহর শাখার সদস্য সচিব আব্দুল হাকিম,, যুগ্ন আহবায়ক গোফ্ফার আলী ডাবলু, আসাদুজ্জামান বাবু সহ আরও অনেকে।