পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৩১
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারী  শুক্রবার বাদ জোহর পৌর সংগঠন  কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

পৌর জামায়াতের সেক্রেটারি আইনুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক। 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর আমির মাওলানা আব্দুল মজিদ।

 

বৈঠকে দায়িত্বশীলরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 

পাশাপাশি নিয়মিত দাওয়াতি কাজ পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন