বগুড়ায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ শতাধিক মানুষ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:১৩
photo

সঞ্জু রায়,বগুড়া:-রোটারী ক্লাব অব বগুড়া এবং মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাইপারটেনশন রিচার্স সেন্টার,রংপুরের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল থেকে সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় তিন শতাধিক মানুষ।
 

ব্যাডস এর পরিচালক জনাব ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সকালে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মো: রেজাউল হক। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের প্রতিষ্ঠাতা এবং টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জাকির হোসেন।

 

তিনি বলেন, দিনব্যাপী এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য তারা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে মেডিসিন, চর্মরোগ, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগের বিষয়েও চিকিৎসা প্রদান করছেন।

 

রোটারি ক্লাব অব বগুড়া ও মরহুম হাতেম আলী ফাউন্ডেশনের মহতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করেছেন।
 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিচার্স সেন্টার, রংপুরের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, রোটারী ক্লাব অব বগুড়ার পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো:শাহাবুদ্দিন সৈকত,পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো:মোস্তাফিজার রহমান,ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো: নবিউল ইসলাম নয়ন,রোটারিয়ান সানাউল হক দুলাল, রফিকুল ইসলাম,শফিকুল ইসলাম,মাহবুব সাঈদী প্রিন্স, শফিকুল ইসলাম বিপুল, আব্দুস সামাদ তালুকদার, নুরুল আলম সরকার,মুন্জুর কাদির,রফিকুল ইসলাম বুলবুল, শাহীন কাদির,রেজাউল হক বুলু, ইউনুস আলী, আখতারুল ইসলাম, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার,সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন,প্রফেসনাল ক্লাব অব ঢাকার সেক্রেটারি মবিন মাসুদ, প্রমুখ।

 

 

 

শেয়ার করুন