অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-কুড়িগ্রামে জমির সীমানা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ১৩ ও র্যাব ১১ এর যৌথ অভিযানে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে
র্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আলোচিত এই হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল মান্নান (৩০) নিহত মোঃ আব্দুল কুদ্দুস (৬৫) এর সৎ ভাই। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।
ঘটনার দিন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সকালে ভিকটিম তার ছেলে মোঃ রাসেল মিয়ার সঙ্গে পৈতৃক জমিতে ধান রোপণ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা সেখানে উপস্থিত হয়ে বাধা প্রদান করে।
এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে ভিকটিম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০২,
তারিখ: ০২/০১/২০২৬, ধারা: ৪৪৭/৩২৬/৩০৭/৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০)।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব।
এরই অংশ হিসেবে র্যাব ১৩ সদর কোম্পানি, রংপুর এবং র্যাব ১১ সিপিসি ২, কুমিল্লা ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ৭ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সাওড়াতলী (পূর্ব পাড়া) এলাকা থেকে প্রধান আসামি মোঃ আব্দুল মান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।