বগুড়া-৬ সদর আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

দাঁড়িপাল্লা বিজয়ী করতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহবান
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৮:২৬
photo

বগুড়া অফিস:-বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীক কে বিজয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটির সভা রবিবার সকালে বগুড়ার নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে অনষ্ঠিত হয়। 

 

নির্বাচন পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। 

 

বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন সম্পাদক এ্যাডেভোকেট শাহীন মিয়া, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ কেগ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ বগুড়ার ৭ টি আসনে মনোনয়ন বৈধ হয়েছে। এখন সময় এসেছে প্রতীক বরাদ্দের পর কোমর বেঁধে মাঠে নামার। ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, মানবতার কল্যাণে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন। 

 

দেশকে আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে বাড়ী বাড়ী গিয়ে আরো বেশী দাঁড়িপাল্লায় ভোট চাইতে হবে। অন্য দলের অনেক নেতা নেত্রী বলছে, নির্বাচনে আমাদের কেন্দ্রে যেতে দিবেনা। 

 

মহিলা কর্মীদের বাড়ী বাড়ী ভোট চাইতে গেলে এখনও বাঁধা দেওয়া হচ্ছে। হাত পা ভেঙ্গে দিবে বলে হংকার দেয়া হচ্ছে। আমরা বলতে চাই, কোন রক্তচক্ষু জামায়াতের নেতা কর্মীরা ভয় পায়না। 

 

হামলা জুলুম নির্যাতন চালিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবেনা।তিনি আরো বলেন, একটি দলের ক্ষমতার দাপটে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। 

 

এই সকল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন করা। সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিবে ইনশাআল্লাহ।


 

 

শেয়ার করুন