খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৫৮
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১১ জানুয়ারি) বিকেলে হিলি পৌর শহরের মাঠপাড়ায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা।

 

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক ও হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পারুল নাহার বলেন, মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার এক আপোষহীন নেত্রী। দেশ ও জাতির জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

আজ আমরা তাঁর রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। 

 

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

 

তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে, দেশের মানুষ এখনো তাঁকে হৃদয়ে ধারণ করে। আমরা সবাই তাঁর জন্য দোয়া করি এবং একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করি।

 

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নারীরা অংশগ্রহণ করেন। শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


 

 

শেয়ার করুন