অফিস ডেস্ক
মোছাঃ তহমিনা বেগম বিউটি দিনাজপুর:- ১০ জানুয়ারী শনিবার তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুর সদর এর আয়োজনে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমলিকা পাল বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে তোমাদের গড়ে তুলতে হবে।
সেইসাথে এজন সৎ এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত ভালো মানুষ হতে হবে। এজন্য শিক্ষকদের আরও আন্তরিকতার
সাথে শিক্ষার্থীদের যত্ন সহকারে পরিচর্যা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিতা জাহান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।
৫৪তম শীতকালীন জাতয় ক্রীড়া প্রতিযোগিতায় দিনাজপুর সদর উজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি’র শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার খেলাধুলায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমলিকা পাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।