অফিস ডেস্ক
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:- ১০ জানুয়ারি রাত ৯ টায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের ১৬ বিজিবি অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দক্ষিণ পাতাড়ী নামক স্থানে আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেজর মোঃ শফিকুর রহমান, অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।