পলাশবাড়ী প্রেসক্লাবে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৩:০৯
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পলাশবাড়ী প্রেস ক্লাব। প্রতিবছরের ন্যায় এবারও ক্লাবের উদ্যোগে তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 

শনিবার (১০ জানুয়ারি) বিকালে পলাশবাড়ী উপজেলার স্থানীয় ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  পাপুল সরকারের সঞ্চালনায়
অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাংবাদিক সাইদুর রহমান মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সদস্য মুশফিকুর রহমান মিল্টন, কার্যনির্বাহী সদস্য আবেদুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন মন্ডল,ধর্মীয় সম্পাদক শাহীন, প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক বিদুষ রায়, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, ওমর ফারুক, আল মাহমুদ,মাসুদ রানাসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সচেতন মহল এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

 

আগামীতেও পলাশবাড়ী প্রেস ক্লাব এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

ছাদেকুল ইসলাম রুবেল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন