পলাশবাড়ীতে দুস্থদের পরিবর্তে সচ্ছল পরিবারের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩১ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:৫২
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে ভি ডব্লিউবি কার্ডের আওতায় সরকারি চাকুরীজীবীর স্ত্রী সহ স্বচ্ছল পরিবার। প্রকৃত দুস্থদের পরিবর্তে প্রভাবশালী বা সচ্ছল ব্যক্তিদের মাঝে কার্ড বিতরণের অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে।

 

এমন অভিযোগের প্রেক্ষিতে ৩০ ডিসেম্বর মঙ্গলবার  দুপুরে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের মতলুবর রহমানের স্ত্রী ভাতা ভোগী জোস্না বেগম। সে জানায়, ৪ রুম বিশিষ্ট সেমি পাকা বাড়ীতে  স্বামী সন্তান সহ পরিবার নিয়ে বসবাস করি।

 

স্বামী ব্যাবসায়ী এবং সন্তান প্রবাসী হওয়ায় বেশ স্বচ্ছলতার সাথে দিনযাপন করি। স্থানীয় একজন প্রভাবশালী সহযোগিতায় ভিডব্লিউবি,র একটা কার্ড করেছি। প্রতিমাসে বরাদ্দ ৩০ কেজি চাল মোটা এবং দুর্গন্ধযুক্ত হওয়ায় পেটে সয়না বলে দেবরের কাছে বিক্রি করি।

 

পাশ্ববর্তী দীঘলকান্দী গ্রামের হযরত আলীর ছেলে আকতারুল জানায়, আমি এবং আমার স্ত্রী মামুনী বেগম দুজনেই ইউনিয়ন পরিষদের আওতাধীন ভিন্ন ভিন্ন কার্ডের ভাতা ভোগী।সরকারি বরাদ্দকৃত চাল মোটা হওয়ার কারণে  খেতে পারি না বিধায় আমার কার্ডটি চালের ব্যাপারীর কাছে দিয়েছি বিনিময়ে প্রতিমাসে টাকা দেয়।আমার স্ত্রীর কার্ডটি বাড়িতে রেখেছি। গ্রামে (মুদি দোকান)একজন ব্যবসায়ী হিসেবে সে সকলের কাছে পরিচিত।

 

দীঘলকান্দী সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাতুলী গ্রামের ফিরোজ কবির মন্ডল একজন সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী সাজেদা আক্তার ডব্লিউবি কার্ডের আওতাধিন।তিনি জানান, আমার কার্ডটি স্থানীয় ভ্যান চালকের কাছে দিয়েছি এর বিনিময় জানতে চাইলে  কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তবে কার্ডের বিষয়টা সত্যতা স্বীকার করেছেন।

 

এ বিষয়ে ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল মেম্বার সাংবাদিকদের জানান,এমন সদস্যদের ভিডব্লিউবি কার্ড বিতরণের বিষয়টা আমি অবগত নই।

 

১ নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, এমন অভিযোগের সত্যতা মিললে আমি তাদের কার্ড বাতিল করে অবশ্যই গরীব অসহায়দের মাঝে তা বিতরণ করবো।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার জানান, ডব্লিউবি কার্ডের আওতায় কেবল গরিব অসহায় এবং দুস্থরা থাকবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোন সচ্ছল পরিবার থাকলে তা তালিকা থেকে বাদ পড়বে বলে মন্তব্য করেন তিনি।    

 

উল্লখ্য, পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নে ভিডব্লিউবি,র আওতায় ৩৮২ জন সুবিধাভোগী।

 

 

শেয়ার করুন