হিলিতে এতিম শিশুদের নিয়ে নতুন বছরের মানবিক আয়োজন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১১:৪২
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-নতুন বছরের প্রথম দিনটি আনন্দ, ভালোবাসা ও মানবিকতার বার্তা নিয়ে উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য শক্তি।

 

এ উপলক্ষে সংগঠনটি হাকিমপুর (হিলি) উপজেলার মোল্লাবাজার সংলগ্ন কন্দর্পপুর হাতিশোঁও নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৭৫ জন শিশুর সঙ্গে বিশেষ সময় কাটিয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। অনুষ্ঠানটি শুরু হয় খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশুদের মধ্যে প্রাণচাঞ্চল্য এবং উচ্ছ্বাস স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

 

দুপুরে শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হয়। এছাড়া উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় চকলেট, আপেল, বিস্কিট, কলম, মিষ্টি এবং শীতের সুরক্ষায় ভ্যাসলিন।

 

সংগঠনের সভাপতি নুশরাত ফারিহা শৈলী বলেন,
আমরা নতুন বছর শুরু করেছি ভালোবাসা আর মানবিকতার মাধ্যমে। শিশুদের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

 

ফাউন্ডিং মেম্বার তানভির রেজা তন্ময় বলেন,
সমাজের অবহেলিত শিশুদের সঙ্গে সময় কাটানো আমাদের নৈতিক দায়িত্ব। তারুণ্য শক্তি সবসময় মানবিক কাজের পাশে থাকবে।

 

উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

 

অন্য উপদেষ্টা আনন্দ হোসেন যোগ করেন,
শিশুদের মুখের হাসিই প্রমাণ করছে, এই আয়োজন সার্থক হয়েছে।

 

শিশুরা তাদের আনন্দ ব্যক্ত করেছে। ৮ বছর বয়সী রিমা বলেন, আমি আজ অনেক খুশি, এত সুন্দর খাবার এবং খেলাধুলা হয়েছে। ধন্যবাদ দাতাদের!

১০ বছর বয়সী আরাফ বলেন, আমরা সবাই মিলে খেলা খেলেছি আর নতুন বছরের আনন্দ উপভোগ করেছি। এটা খুব ভালো লাগলো।

 

আয়োজনটি সফল করতে তারুণ্য শক্তির সদস্যবৃন্দ ও দাতাগণ আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। 

 

শেষে, সংগঠন পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ প্রকাশ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সভাপতি নুশরাত ফারিহা শৈলী, ফাউন্ডিং মেম্বার তানভির রেজা তন্ময়, উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, উপদেষ্টা আনন্দ হোসেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি নাদিত ইসলাম সাফীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


মোকছেদুল মমিন মোয়াজ্জেম দিনাজপুর।

 

শেয়ার করুন