অফিস ডেস্ক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আদমদীঘি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) আসর নামাজ শেষে আদমদীঘি বিএনপি দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এরফানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি মোত্তাকিম তালুকদার মুক্তা, জেলা বিএনপি'র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, মেহেদী হাসান, কামাল হোসেন, যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু হাসান, তাঁতি দলের সভাপতি আকবর খান, সম্পাদক আতোয়ার রহমান, উপজেলা জাসাসের সম্পাদক বাপ্পি, মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম, সহ-সভাপতি নূর মোহাম্মদ মিম, সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান, জাহিদ হাসান, আকাশ হোসেন, জয়, খোকন সরদার-সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি