বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের শোক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:২১
photo

প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশের অভিভাবক, তিনবারের প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারন সম্পাদক কালাম আজাদ গভীর শোক জ্ঞাপন করেছেন।
 

তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন গণতন্ত্রের জন্য তার অসামান্য লড়াই সর্বদা জাতিকে উজ্জীবিত করবে।বগুড়াবাসী তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।

 

বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে সাংবাদিক
ইউনিয়ন বগুড়া’র শোক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া।

 

এক শোক বার্তায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। 

 

বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, মানুষের  অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সম্মুখযোদ্ধা এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে তিনি 

 

 

 

শেয়ার করুন