কনকনে শীতে হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ৩০ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০৮
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-কনকনে শীতের মধ্যেই দিনাজপুরের হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি শুরু হয়।এতে পুরো এলাকায় শীতের অনুভূতি কয়েকগুণ বেড়ে গিয়ে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।

 

শীতের সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও পথচারীরা। হিলি বাজার ও আশপাশের এলাকায় মানুষের চলাচল চোখে পড়ার মতো কমে গেছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

 

হিলি বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, এমনিতেই তীব্র শীত, তার ওপর বৃষ্টি। ক্রেতা একেবারেই কম। সারাদিন বসে থেকেও ঠিকমতো বেচাকেনা হচ্ছে না।

 

রিকশাচালক নুর ইসলাম বলেন, শীত আর বৃষ্টিতে হাত-পা অবশ হয়ে যাচ্ছে। রাস্তায় যাত্রী নেই, আয়ও অনেক কমে গেছে।

 

এদিকে স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস বয়ে যাওয়ায় তাপমাত্রা আরও কমতে পারে। পাশাপাশি বৃষ্টি হলে শীতের অনুভূতি আরও বাড়ে।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া পরিস্থিতি এমন থাকলে আগামী কয়েকদিন শীত ও দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

 

শেয়ার করুন