২ দিনে দিনাজপুরে তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:০৯
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ। কনকনে ঠান্ডা ও আর্দ্র বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিস জানায়, গত দুই দিনের ব্যবধানে এ জেলায় দিনের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২৬ ডিসেম্বর জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৮ ডিসেম্বর তা নেমে আসে মাত্র ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

 

একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেশি তীব্র হয়ে উঠেছে।

 

তিনি আরও জানান, গতকাল রাতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য মাত্র ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত এই ব্যবধান যত কম হয়, শীতের প্রকোপ তত বেশি অনুভূত হয়।

 

এদিকে আজ (২৯ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। পরে চূড়ান্ত হিসেবেও একই তাপমাত্রা নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, আজ সারাদেশের মধ্যে দিনের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
 

একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়, তেতুলিয়া ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,  বগুড়া ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদী ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছি (নওগাঁ) ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং যশোর ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলমান এই শীতল পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য ওঠানামা করতে পারে।

 

 

 

শেয়ার করুন