অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রার্থী। মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, প্রতীক ধানের শীষ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, প্রতীক দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা এটিএম আওলাদ হোসেন প্রতীক হাতপাখা,গন অধিকার পরিষদের সুরুজ মিয়া, প্রতীক ট্রাক, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল করেছে খাদেমুল ইসলাম খুদি, ও আজিজুর রহমান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
গাইবান্ধা-৩ আসনটি সাদুল্লাপুর ও পলাশবাড়ী দুইটি উপজেলা নিয়ে গঠিত।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন। নারী ভোটারের সংখ্যা বেশি ৮ হাজার ৩৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এরপর নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতীক বরাদ্দসহ নির্বাচনী কার্যক্রম চলবে।
গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে তালিকা অনুযায়ী জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। সর্বমোট পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪১৬ জনের বিপরীতে নারী ভোটার রয়েছে ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন। ফলে, পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৫৩২ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন।
উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এই আসনে ভোটের মাঠে কেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে, সে দিকেই এখন নজর স্থানীয় ভোটারদের।