অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুর: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-১৩ জানান, তারা নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে।
গককাল শনিবার দুপুর ২:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন খুদিহার গ্রামের মোঃ মিজানুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করা হয় এবং ধৃত মিজানুর রহমানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ক্রয় ও বিক্রয় করে আসছিল এবং অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করছিল।
ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে এই তথ্য জানিয়েছেন।