জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী পালন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩০
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
 

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, দিনাজপুর সদর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং জয়পুরহাট জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

 

অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে বিজিবি সদস্যদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন