অফিস ডেস্ক
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কবলে পড়েছে নওগাঁ জেলা। ভোর রাত থেকে সকাল পর্যন্ত চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকায় স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও নিম্ন আয়ের সাধারণ জনগণ।
সকালের দিকে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ ঘন কুয়াশায় ঢেকে যায়। ফলে দৃশ্যমানতা কমে গিয়ে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। অনেক এলাকায় সকাল ১০টা ১১টার আগে সূর্যের দেখা মেলেনি। এতে কর্মজীবী মানুষ ও কৃষকদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসহায় ও দরিদ্র শ্রেণির মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। গ্রামাঞ্চলে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
এদিকে ঘন কুয়াশার কারণে নওগাঁর আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু এলাকায় বাস ও পণ্যবাহী যান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলাচল করছে। এতে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নওগাঁসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। রাত ও ভোরে মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রæত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় বাসিন্দা মো. ফরহাদ হোসেন বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নওগাঁয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ভোরের দিকে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠছে। দরিদ্র ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। শীতার্তদের জন্য দ্রæত সহায়তা প্রয়োজন।