মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-৫

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:২৪
photo

আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- বদলগাছি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় গত ২৬ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির প্রস্তুতি চলছে।

 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী লিটন মন্ডল (৪২), পিতাÑজিন্না মন্ডল, সাংÑহাশিমপুর, থানাÑবদলগাছি, জেলাÑনওগাঁ-এর হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

 

অভিযান চলাকালে ট্যাবলেট বিক্রিতে সহায়তাকারী আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন অনিক (২০), আসিক চন্দ্র বর্মন (২০), পনি চন্দ্র বর্মন (২১) ও জয়ন্ত রায় (২১)। গ্রেপ্তারকৃত সকলেই বদলগাছি থানা এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তারা নিজেরাও মাদক গ্রহণ করত এবং এর ফলে এলাকায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

শেয়ার করুন