দিনাজপুরে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:১৯
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক জুইন (২৩) নিহত হন।

 

অপরদিকে, গুরুতর আহত অবস্থায় বাসের এক হেলপারকে উদ্ধার করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাস হেলপারের পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোল্লা এন্টারপ্রাইজের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

শেয়ার করুন