অফিস ডেস্ক
শাহ আলম,ঘোড়াঘাট, দিনাজপুর থেকেঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে বিদায়ী বছরের ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে।ঘটনার বিবরনে জানা যায়,
২৭ ডিসেম্বর শনিবার বেলা ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী মোল্লা পরিবহন নামে একটি যাত্রিবাহী বাস ( ঢাকা- ব ১২-২২-৯৫) উক্ত স্থানে পৌঁছিলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাক্টরচালক জুইন (২১)উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ঘটনাস্থলেই নিহত হয়, অপর একজন নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন এবং মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি সহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।