অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-বগুড়া জেলা শাখার সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি আমিনুল ফরিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-বগুড়া জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি-বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম,শেরপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা সাইফুজ্জামান টুটুল, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন নেতা বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভর, জাতীয় আদিবাসী পরিষদ-শেরপুর পৌর শাখার সদস্য সচিব সুব্রত দাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-শেরপুর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক সুবদন কুমার প্রমুখ। পরে নেতৃবৃন্দসহ তিনি জেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকাও সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম উত্তোলনকালে শিপন কুমার রবিদাস বলেন, “বাংলাদেশের অত্যন্ত পিছিয়েপড়া (আদিবাসী, দলিত, হরিজন, বেদে, তৃতীয় লিঙ্গ, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু) তথা কৃষক-ক্ষেতমজুর ও শ্রমিকদের রাজনৈতিক ক্ষমতায়ন সময়ের দাবী। দীর্ঘদিনের প্রানের এ দাবী পুরণের লক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি সফল করেছি। তবে এর চূড়ান্ত সফলতা কেবলমাত্র মহান জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমেই সম্ভব।
সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশের আপামর জনসাধারণ তথা মুক্তিকামী গণতন্ত্রমনা প্রগতিশীলদের যোগ্য নেতৃত্ব সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার বিকল্প নেই। তাই এ লক্ষ্য পূরনে সচেতন শেরপুর-ধুনট তথা বগুড়াবাসীর সমর্থন ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। এবং সে সহভাগিতা আমরা পাবো বলেও বিশ্বাসী।”
বার্তা প্রেরক:সুজন কুমার রাজভর সভাপতি আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখা।