গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ১১:৩৭
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

নির্বাচন কার্যালয় জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে জেলায় নির্বাচনী মাঠ ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে।

* গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন
এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৭ জন। তারা হলেন—
 

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জামায়াতে ইসলামীর মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, আরেফিন আজিজ সরদার, মোস্তফা মহসিন এবং জেএসডির আব্দুল মান্নান ও পরমানন্দ দাস।

 

* গাইবান্ধা-২ (সদর) আসন
এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী।
 

তারা হলেন— বিএনপির আনিসুজ্জামান খান বাবু, জামায়াতে ইসলামীর মো. আব্দুল করিম, জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার, সিপিবির মিহির কুমার ঘোষ, বাসদের আহসানুল হাবীব সাঈদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম মিয়া।

 

* গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসন
এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন।
বিএনপির ডা. ময়নুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর মাওলানা নজরুল ইসলাম লেবু, গণঅধিকার পরিষদের সবুজ মিয়া, ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

 

* গাইবান্ধা-৪ আসন
এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬ জন।
 

তারা হলেন— বিএনপির শামীম কায়ছার লিংকন, জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির হুমাউন কবীর সরকার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ, মোস্তাফিজার রহমান ও ফারুক কবির আহমেদ।

 

* গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন
সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসনে— মোট ৯ জন।
 

তারা হলেন— বিএনপির নাহিদুজ্জামান নিশাত, মোহাম্মদ আলী ও ফারুক আলম সরকার, জামায়াতে ইসলামীর আব্দুল ওয়ারেছ, বাসদের রাহেলা খাতুন, ওয়াকার্স পার্টির মাসুদার রহমান প্রধান, খেলাফত মজলিসের আবু ইউসুফ এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদৌলা সাজু।

 

শেয়ার করুন