অফিস ডেস্ক
রবিউল হাসান, বিশেষ প্রতিবেদকঃ:-দারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামাল জামান মোল্লার সমর্থনে শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালাকান্দি গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
খবির ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কামাল জামান মোল্লা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান হোসেন (সাজু) মোল্লা, পাচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বকুল ঢালী, কোহিনুর চেয়ারম্যান, শিশু সরদার ও বিনেয়ামিন।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ সভায় যোগ দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “কামাল জামান মোল্লা দীর্ঘ সময় ধরে শিবচরের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। গত ১৭ বছর ধরে রাজপথে থেকে জেল-জুলুম, হামলা ও মামলা উপেক্ষা করে তিনি যেভাবে সক্রিয় ছিলেন, তা অন্য কোনো নেতার মধ্যে দেখা যায়নি।” বক্তারা আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি ও সাহস। দল আমাকে একসময় যোগ্য মনে করে মনোনয়ন দিলেও কিছু চক্রান্তের কারণে তা ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে আমি বিশ্বাস করি, জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ছাড়া কোনো মনোনয়নেরই প্রকৃত মূল্য নেই।”
তিনি আরও বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্তই সফল হবে না। আমি আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।” তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।
উক্ত উঠান বৈঠককে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কামাল জামান মোল্লার ব্যক্তিগত ইমেজ ও দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের কারণে তারা তার প্রতি আস্থাশীল।