অফিস ডেস্ক
বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব,পরিবহন খাতের সুপরিচিত মুখ এবং এলিফ্যান্ট রোড অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ-এর প্রাক্তন সভাপতি জনাব নাজমুল হুদা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জনাব নাজমুল হুদা চৌধুরী বাংলাদেশে সমবায় আন্দোলনকে বেগবান করতে অসামান্য অবদান রেখেছেন। সমবায় আন্দোলনে তার এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 'জাতীয় সমবায় পুরস্কার ১৯৯৭' লাভ করেন। গত ২৮ জুন ২০০১ তারিখে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব জনাব ধীরাজ কুমার নাথ-এর হাত থেকে তিনি শ্রেষ্ঠ পরিবহন সমবায়ী হিসেবে এই সম্মাননা গ্রহণ করেছিলেন।
কেবল সমবায় জগতেই নয়, নাজমুল হুদা চৌধুরী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত ছিলেন। অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তার অগ্রণী ভূমিকা স্থানীয়ভাবে তাকে অত্যন্ত শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তার মৃত্যুতে সমবায় অঙ্গন এবং সমাজসেবার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
সোমবার দুপুর ১:৩০ মিনিটে গোলাম মগদুম জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলিফ্যান্ট রোড অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ-এর বর্তমান নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ও এলাকার ব্যক্তিবর্গ।
এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।