ভালুকা পৌর যুবদলে গুরুত্বপূর্ণ পদে জাকারিয়া ইসলামকে দেখতে চান সমর্থকেরা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ১০:৩৩
photo

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও রাজপথে সক্রিয় ভূমিকার কারণে ভালুকা পৌর যুবদলের গুরুত্বপূর্ণ পদে জাকারিয়া ইসলামকে দেখতে চান দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।

 

জানা যায়, জাকারিয়া ইসলাম পিতা ইসহাক মিয়া ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১২ বছর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। 

 

ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনসহ দলের সকল গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি রাজপথে সরব উপস্থিত ছিলেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।

 

সমর্থকদের ভাষ্যমতে, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনায় বিশেষ করে ইফরাত হোসেন খান সোহাগের দিকনির্দেশনায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাকারিয়া ইসলাম নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে কর্মীদের সংগঠিত করায় তার প্রতি আস্থা ও প্রত্যাশা তৈরি হয়েছে।

 

স্থানীয় যুবদল নেতারা মনে করছেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে জাকারিয়া ইসলামকে যদি ভালুকা পৌর যুবদলের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।

 

এ বিষয়ে জাকারিয়া ইসলাম বলেন, “দল আমাকে যে দায়িত্ব দেবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র লক্ষ্য। দলের আদর্শ ও আন্দোলনের প্রশ্নে আমি সবসময় রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”

 

এদিকে, দলীয় সূত্র জানায়, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

 

শেয়ার করুন