অফিস ডেস্ক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার ছোটআখিড়া গ্রামের কামেলী পীর মরহুম খন্দকার মোজাফফ্র হোসেন সাহেবের কনিষ্ঠ পুত্র ও আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের মামা ঢাকা স্ট্যাম্পফোর্ট ইউনিভারসিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦
পীরজাদা খন্দকার খলিলুর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন। গত রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড় টায় ঢাকা মোহাম্মাদপুর ভাড়া বাসায় মারা যান। (ইন্নালিল্লাহি........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নাতি নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। পরদিন গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকায় তার দুই দফায় নামাজে জানাজা শেষে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের বাড়িতে মরদেহ নেয়া হয়।
এরপর ওইদিন বাদ আছর মরহুম অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ পীরজাদা খন্দকার খলিলুর রহমান ঈদগাহ মাঠে ৩য় দফায় নামাজে জানাজা শেষে তার মরহুম বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন সম্পন্ন করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি