দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ টহল ও নজরদারি জোরদার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:১৭
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ টহল ও কঠোর নজরদারি জোরদার করেছে।

 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ঘটনার পর থেকেই দিনাজপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে, যাতে কোনো অপরাধী সীমান্ত অতিক্রম করতে না পারে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

বিজিবি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানায়, ভবিষ্যতেও কুখ্যাত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের সীমান্ত অতিক্রম করে পালিয়ে যাওয়া প্রতিরোধে সন্ত্রাসবিরোধী অভিযান, টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

 

 

শেয়ার করুন