অফিস ডেস্ক
)মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের খানসামায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে খানসামা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধারা।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে জড়ো হন। পরে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানসামা থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে হাদির হত্যার বিচার চাই, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার কর, বিচারহীনতার অবসান চাই, এমন নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা।
বক্তারা বলেন, প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ড সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে অসন্তোষ আরও বেড়েছে।
বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খানসামা থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাসেত সরকার জানান, হাদি হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রজনতারা থানার সামনে সড়কে অবস্থান করে। তারা হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুর।
০১৭১৬-৩৪৬৫৪২
তাং-১৯/১২/২৫ইং