দিনাজপুর বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০২:১৯
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-
দিনাজপুর  বোচাগঞ্জ পৌর এলাকার ধন তলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ আসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আটটার দিকে উত্তেজিত জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এতে মেয়র আসলাম এর বাড়িটি পুরোপুরি আগুনে পুড়ে গেলেও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর বাড়িতে আংশিক পড়ে গিয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

 

স্থনীয়রা জানান, আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া না গেলেও সাবেক প্রতিমন্ত্রী বাড়ির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় আরও জানান, বীরগঞ্জ ও দিনাজপুর  থেকে মোটরসাইকেলে করে একদল লোক এসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। ওই ভিডিওতে তিনি নিহত শহীদ শরীফ ওসমান হাদীকে জঙ্গি আখ্যায়িত করেছেন—এমন অভিযোগ ওঠে। এর জেরে ক্ষুব্ধ জনতা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

 

দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

 

 

শেয়ার করুন