পীরগঞ্জে জামায়াত প্রার্থীর মনোনয়পত্র উত্তোলন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০১:২০
photo

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর- ৬ পীরগঞ্জ  আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র  উত্তোলন করা হয়েছে। 

 

গতকাল বুধবার সহকারী  রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট হইতে ওই প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। এ সময়  উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তাঁর সাথে ছিলেন। 
 

সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  আমি রংপুর-৬ পীরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

 

আমি পীরগঞ্জ উপজেলাবাসীর দোয়া চাই। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সততা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়ীপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
 

 

শেয়ার করুন