হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩০
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-হিলিতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।সকালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ বিভিন্ন সংস্থা জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের মর্যাদা আরোপ করে।

 

প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আলোচনা সভা, র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার মহান সংগ্রামের তাৎপর্য তুলে ধরে।

 

উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয় দিবসের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মরণ করা হয়।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গর্বের দিন। এটি আমাদের জাতীয় ঐক্য, মুক্তিচেতনা ও দেশপ্রেমের প্রতীক।

 

দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে হিলি শহর পুরোপুরি বিজয় দিবসের আনন্দ ও গৌরবে মোড়ানো থাকে।

 

 

শেয়ার করুন