সাপাহারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৪২
photo

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- সাপাহারে নানা আয়োজনে যথাযথ মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সকালে সূর্যোদয়ের সাথে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়ী দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে  সকল সরকারি বেসরকারি আধা সরকারি ও স্বায়ীত্তশাষিত প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সকালে সূর্যোদয়ের সাথে সাথে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্প স্তাবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। পরে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ  জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎মহান বিজয় দিবসের প্যারেডে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, সাপাহার সরকারি ডিগ্রী কলেজ,চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি গার্লস স্কুল,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

‎এ সময় উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এবং থানা অফিসার ইনচার্জ আনারুল ইসলাম  প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

‎পরে তারা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এরপর সাপাহার বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার প্রতিনিধি

 

শেয়ার করুন