প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনিতে হিলিতে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৪:২০
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক-মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটির সূচনা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

 

তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হলে পুরো হিলি এলাকায় দেশাত্মবোধক আবহ ছড়িয়ে পড়ে। এ সময় স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

 

পরে দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়।


 

শেয়ার করুন