ঘোড়াঘাটে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর উন্নয়ন সভা ও মেয়াদ উত্তীর্ন চেক বিতরন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ১২:৩৪
photo

শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃদিনাজপুর জেলার ঘোড়াঘাট বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স (পি,এল,সি) র গাইবান্ধা জোনের ঘোড়াঘাট বীর মুক্তিযোদ্ধা ডাঃ কমলেশ কুন্ডু মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সাংগঠনিক অফিসে রবিবার দুপুরে এক উন্নয়ন সভা ও বীমা গ্রাহকের মেয়াদ উত্তীর্ন চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জোনের জোন প্রধান রুহুল আমিন, এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট সাংগঠনিক অফিসের এ,জি,এম শহীদুল ইসলাম, এ,জি,এম,ইব্রাহিম মন্ডল সহ প্রমুখ।

 

উন্নয়ন সভা শেষে ঘোড়াঘাটের একজন বীমা পলিসি গ্রহন কারীকে তার মেয়াদ উত্তীর্ন হওয়ায় ১ লাখ ৫৫ হাজার টাকার চেক গ্রাহকের নিকট তুলে দেন। 

 

এ সময় বি,এম,তাহেরা বেগম, রায়হান,ইউ,এম শাহ আলম, ক্যাশিয়ার নুরন নবী সহ সকল বীমা প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। 
 

 

শেয়ার করুন