হিলিতে এক মাদক কারবারি গ্রেপ্তার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৫৭
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে হাকিমপুর থানাধীন হাকিমপুর (হিলি) পৌরসভার উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. সুজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মো. বেলাল হোসেনের (৩২) বাড়িতে অভিযান পরিচালনা করে।

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের পেছনের ডান পকেট থেকে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদকসহ অভিযুক্তকে থানায় নেওয়া হয়।

 

এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


 

 

 

শেয়ার করুন