অফিস ডেস্ক
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) পৌর শাখা ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র মরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮ আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহবায়ক ইসাদুল উল্লাহকে গণসংযোগ কালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন সহ সকল নেতৃবৃন্দর আয়োজনে শনিবার বিকেলে ঘোড়াঘাট পৌর শহীদ মিনার চত্বর হতে এক বিশাল প্রতিবাদ মিছিল।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে আবদুস সাত্তার মিলন বক্তব্য রাখেন, এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বি,এন,পির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, আল মামুন সরকার সহ প্রমুখ।
বক্তারা দোষী ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবী জানান।