বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্ণামেন্টে মামা ভাগ্নে একাদশ জয়ী

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:১৩
photo

বগুড়া অফিস:- শনিবার বিকেলে বগুড়ার আফতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া সদর উপজেলা ষ্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

 

খেলায় ট্রাইব্রেকারে মামা ভাগ্নে একাদশ স্কর্ট একাদশ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
 

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আলফাজ হোসেন সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম বাদলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। 

 

বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগার আলী, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসাইন সাঙ্গদী, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নেতা আলিফ মাহমুদ। 

 

আরো উপস্থিত ছিলেন জনি শেখ, আহসান হাবিব, নান্নু প্রমাণিক, তৌহিদুল ইসলাম শাহীন, আলহাজ¦ হোসেন প্রাং, নয়ন প্রাং, আলহাজ¦ হোসেন. বুলবুল আহম্মেদ, লিপন শেখ প্রমুখ। প্রধান অতিথি বলেন, কাজের পাশাপাশি শরীর কে সুস্থ্য রাখতে হলে সবাইকে খেলাধুলায় মনোনীবেশ করতে হবে। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে খাসি ও বিজিত দলকে রাজহাস উপহার দেন।
 

শেয়ার করুন