কাহালুতে মহান বিজয দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৪৯
photo

কাহালুবগুড়াপ্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত  প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন  প্রস্তুতি সভার আহবায়ক ও উপজেলা সহকারীকমিশনার (ভূমিমীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। 

এ সময় কাহালু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলমউপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানমকাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী শেখ, উপজেলা সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা রাজনকাহালু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিএ,টি,এম, খালেকুজ্জামান মিঠুকাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম,  মতিন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দউপস্থিত ছিলেন

শেয়ার করুন