কাহালুতে মহান বিজয দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত


কাহালুবগুড়াপ্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত  প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন  প্রস্তুতি সভার আহবায়ক ও উপজেলা সহকারীকমিশনার (ভূমিমীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। 

এ সময় কাহালু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলমউপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানমকাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস আলী শেখ, উপজেলা সহকারী আনসার ভিডিপি কর্মকর্তা রাজনকাহালু প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিএ,টি,এম, খালেকুজ্জামান মিঠুকাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম,  মতিন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দউপস্থিত ছিলেন


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।