অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর:- প্রতিবেদক:হাড় কাঁপানো শীতের দাপটে আবারও কাবু দিনাজপুর। শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলার তাপমাত্রা নেমে এসেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমে শীতের তীব্রতা আরও স্পষ্ট করে তুলেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেয়। পরে সকাল ৯টা ৪৮ মিনিটে প্রকাশিত চূড়ান্ত তথ্যে জানানো হয়, দিনের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।
ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সকাল থেকে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূলদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। শীতের তীব্রতায় অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।