অফিস ডেস্ক
বগুড়া অফিস:-বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বগুড়া ওয়াইএমসিএ'র পরামর্শক গোলাম মাহবুব মোরশেদ।
বই বিতরণকালে তিনি বলেন, নতুন বছর যেমন আশার আলো নিয়ে আসে, তেমনি শিশুদের চোখে নতুন বছরের মানে নতুন খাতা, নতুন বই, নতুন শ্রেণি, নতুন শিক্ষক আর নতুন স্বপ্ন। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে অত্যন্ত আনন্দিত। নতুন বইয়ের ঘ্রাণে তারা উচ্ছ্বসিত হয়ে নতুন উদ্যমে পড়ালেখা করার প্রত্যয় ব্যক্ত করেছে। নতুন বই শিশুমনকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, বইয়ের প্রতিটি পৃষ্ঠা তাদের কল্পনা ও মনোজগতে বিস্ময় জাগায়। বার্ষিক পরীক্ষার পর থেকেই দেশের কোটি কোটি শিশুর মতো এখানকার শিক্ষার্থীরাও অধীর আগ্রহে নতুন বইয়ের অপেক্ষায় থাকে। সন্তান যখন নতুন বই নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরে, সেই আনন্দ অভিভাবকদের মনও ছুঁয়ে যায়।
সহকারী শিক্ষক আসাদুল ইসলাম জীবনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ প্রমূখ। শেষে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়।
ক্যাপশন: বৃহস্পতিবার বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।