অফিস ডেস্ক
শোক বার্তা:-বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপায়’র শোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গবেষণাধর্মী সামাজিক প্রতিষ্ঠান ইউনাইটেড পিপলস ইনিশিয়েটিভ অব এলায়েন্স (উপায়) এর আহবায়ক হামদুল্লাহ আল মেহেদী, মুখপাত্র ফাতেমা তাসনিম ও সচিব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।
৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা ছিলেন আপসহীন।
৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি জাতি চিরদিন মনে রাখবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে তাঁর অসামান অবদান আমরা কখনোই ভুলবো না।
আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বার্তা প্রেরক,উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা সচিব, উপায়