অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি:-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সহিদুর রহমান আজ ৩০ ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তরেক রহমানসহ তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হবে এবং জাতির জন্য রাজনীতি ও গনতন্ত্রের জন্য অপুরনীয় ক্ষতি হলো। তিনি একজন সাহসী আপোষহীন নেত্রী ছিলেন, তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানাই।
আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীগন শোক কাটিয়ে উঠে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় ভুমিকা রাখবেন। নেতৃবৃন্দ দেশে এখন যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তোরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
বার্তা প্রেরক:কমরেড তারেক ইসলাম বিডি
সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)