কাহালুতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুকের মনোনয়ন পত্র দাখিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৫৬
photo

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার জাতীয় পাটি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল ফারুক সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার কাশপিয়া তাসরিন এর নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন,  কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহি সদস্য আব্দুল্লাহ আল মামুন, কাহালু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাপানেতা মো. আব্দুর রাজ্জাক, কাহালু উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান। 

শেয়ার করুন