বগুড়ার দড়িনন্দগ্রামে নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ ডিসেম্বার ২০২৫ | সময়ঃ ১২:০৯
photo

আরমান হোসেন ডলার(বিশেষ প্রতিনিধি),বগুড়া:
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্রীড়া ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা। 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি, দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসা। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক, উক্ত মাদ্রাসা।

 

প্রধান আলোচক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজন।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাব্বির হোসেন সাইদুল, সাংগঠনিক সম্পাদক; ডা. এ. এস. এম. রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা।

 

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল দড়িনন্দগ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। এতে ১৬ জন জেনারেল শিক্ষার্থী ও ২ জন হাফেজে কুরআন সম্মাননা লাভ করেন।

 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দড়িনন্দগ্রাম স্পোর্টিং ক্লাবের সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক পিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক নাঈমুর রহমান রিয়াদসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।।

শেয়ার করুন